বাংলাদেশে প্রবেশের সময় আরও ১৬ রোহিঙ্গার মৃত্যু

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও ১৬ রোহিঙ্গা মুসলিমের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জন পুরুষ, তিন জন নারী এবং দুইজন শিশু।
বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের সময় তারা ডুবে যায় বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার ভোরে নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গত দুই দিনে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় ২৩ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।

গত বুধবার নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয় নাফ নদী থেকে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়া পয়েন্ট থেকে ১০ জন শিশু এবং নয় নারীর লাশ উদ্ধার করা হয়। 

Post a Comment

Previous Post Next Post