ফুটসলে দল কিনলেন সানি লিওন

অনলাইন ডেস্কঃ প্রিমিয়ার ফুটসল সেশন টু'তে দল কিনলেন বলি ডিভা সানি লিওন। কোচির দল 'কেরালা কোবরা'র সহযোগী মালিক হলেন সানি।
এ মাসের ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে টুর্নামেন্টটি।  

মুম্বাইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটসল সেশন টু'র বাকি ম্যাচ।  

এক বিবৃতিতে প্রিমিয়ার ফুটসল আয়োজকরা জানিয়েছেন, ফুটসলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে ১ অক্টোবরের মধ্যে ফাইনালের আয়োজন করা হবে।

প্রিমিয়ার ফুটসল সেশন টু'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনালদিনহোর মত ফুটবল দুনিয়ার কিংবদন্তীরা।

Post a Comment

Previous Post Next Post