গোয়াইনঘাটে বন্যায় তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর ধান

অনলাইন ডেস্কঃ সিলেটের গোায়াইনঘাটে ফের বন্যা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে করে তলিয়ে গেছে  এই অঞ্চলের প্রায় তিন হাজার হেক্টর আমন ধান।

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় দফা বন্যার পানি কমতে না কমতেই তৃতীয় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে কৃষকের ফসলি জমি। বন্যার পানি কয়েকদিন স্থায়ী হলে আমন সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন তারা।

কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে শনিবার সন্ধ্যা থেকে উপজেলার নিম্নাঞ্চল গুলোতে পানি বৃদ্ধি পেতে থাকে। রোববার সকাল পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বসত বাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়।

গোয়াইনঘাটের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নতুন করে বন্যা দেখা দেয়ায় গোয়াইনঘাটের প্রায় দুই হাজার হেক্টর বোনা আমন পানিতে নিমজ্জিত হওয়ার খাবর পাওয়া গেছে। তবে বন্যার পানি বাড়ার সাথে সাথে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post