সুরতহালের সময় জেগে ওঠলো ‘লাশ’!

সিলেটে সুরতহালের সময় জেগে ওঠলো ‘লাশ’!


অনলাইন ডেস্কঃ একটি নিথর দেহ পুকুরে ভাসছে। লাশ মনে করে স্থানীয়রা খবর দেন পুলিশে। পুকুর থেকে নিথর দেহ উদ্ধার করে পুলিশ যখন সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নিচ্ছিল, তখন ওই নিথর দেহের নাক দিয়ে রক্ত পড়ছিল। পুলিশ সদস্যরা নাকে হাত দিয়ে শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত নিয়ে যান ওসমানী হাসপাতালে। 

নগরীর শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, সিলেট শহরতলির খাদিমপাড়ায় একটি মাছের খামারে লাশ ভাসছে, এরকম খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যায় পুলিশ। পুকুর থেকে এক  যুবকের ‘লাশ’ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নেয়া হয়। এমন সময় ওই যুবকের শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরে তার।

জ্ঞান ফেরার পর যুবকটি জানান, তার নাম ইব্রাহিম মোল্লা, বয়স ৩০ বছর। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায়।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, ইব্রাহিম মোল্লা মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। সুত্রঃ সিলেটভিউ

Post a Comment

Previous Post Next Post