ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'ইরমা'

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইরমা’। ইরমা'র আঘাতে শনিবার রাতে ফ্লোরিডা রাজ্যের প্রায় ২৫ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর বিবিসির।

এর আগে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি কিউবায় তাণ্ডব চালায়। ইরমা'র প্রভাবে এখন ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে দুইশ কিলোমিটার বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বাড়িঘর ডুবিয়ে দেয়ার মতো জলোচ্ছাস হবারও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন, ঘূর্ণিঝড়টি আকারে পুরো ফ্লোরিডা রাজ্য থেকেও বড়। এটি রাজ্যের এক উপকূল থেকে আরেক উপকূল পর্যন্ত জীবন ধ্বংসকারী প্রভাব ফেলবে।

তিনি রাজ্যের সব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা বলছেন, ৫৬ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post