হাসিবুর রহমানঃ কুমারী পূজার মাধ্যমে আজ শুরু হয়েছে দেবী দূর্গার অষ্টমি। চাদঁপুর জেলার উ:মতলব থানার কাশিমপুর গ্রামে
সকালে পূজা অর্চনা ও অঞ্জলির প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা পালন করেন
দেবী দূর্গার ভক্তরা। বিভিন্ন প্রকারের ফল ১০৮ টি মাটির পাত্রে সাজিয়ে
দেবী দূর্গার চরণে অর্পণ করা হয়। ওই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে।
পূজার কমিটির লোকজনদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রায় ২৫ বছর ধরে এখানে পূজা করে আসছেন।
