চাঁদপুরের শিশু শিক্ষার্থী কুলাউড়ায়; প্রেরনের প্রক্রিয়া চলছে !

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ইসমাইল (১০) নামের  এক মাদ্রাসা  শিশু শিক্ষার্থীকে পাওয়া গেছে।  
জানা যায়, সোমবার ভোরে  উপবন ট্রেন  যোগে সে কুলাউড়া রেলস্টেশনে  পৌছে। পরে তাকে স্টেশনের প্লাটফর্মে  হাটতে দেখে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে কিভাবে কুলাউড়ায় এসেছে বলতে না পারলে স্থানীয় কয়েকজন তাকে কুলাউড়া  থানায় প্রেরন করেন।

পুলিশ জানায়, ইসমাইলের বাড়ী  চাঁদপুর জেলার মতলব উপজেলায়। সে ঐ উপজেলার মজিনাতুল মাদ্রাসার ২য় শ্রেনীতে অধ্যয়নরত শিক্ষার্থী। তাকে তার পরিবারের কাছে প্রেরনের জন্য মতলব থানার অফিসার ইনচার্যের সাথে যোগাযোগ করা হয়েছে । সে বর্তমানে কুলাউড়া থানার হেফাজতে রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোহাম্মদ আবু ইউসুফ  বিষয়টির সত্যতা  ডেইলি বিডি মেইলকে নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post