বিভিন্ন নদ-নদীর ৪৬ পয়েন্টে পানি বেড়েছে

বিভিন্ন নদ-নদীর ৪৬ পয়েন্টে পানি বেড়েছে
অনলাইন ডেস্কঃ দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৬টি পয়েন্টের পানি বেড়েছে ও ৩৯টির কমেছে। আজ সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১০ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ৫টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়েছে নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্র। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র-গঙ্গা ও সুরমা নদ-নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে যমুনা, ও কুশিয়ারা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। 

এদিকে, কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৯০ মিলিমিটার, যশোরে ৬৩ দশমিক ৪ মিলিমিটার, ভাগ্যকুলে ৫৭ মিলিমিটার ও পরশুরামে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post