নিখোঁজের ১২ ঘণ্টা পর ভাইবোনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই ভাইবোন  আকলিমা আকতার (৮) ও আবদুর রহমান (৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। তারা পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামের মফিজুর রহমানের সন্তান।

আকলিমা স্থানীয় উত্তর দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও আবদুর রহমান একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার রাত ১২টার পর বাড়ির সামনের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ওইদিন দুপুর ১২টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

Post a Comment

Previous Post Next Post