রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিল যুক্তরাজ্য

রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিল যুক্তরাজ্য


অনলাইন ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ টন ত্রাণ নিয়ে যুক্তরাজ্য থেকে আসা একটি কার্গো ফ্লাইট অবতরণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অ্যাসিসটেন্ট অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স মাসুদুর রহমান খানের হাতে ইউনাইটেড কিংডম ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল অ্যাইড’র লজিস্টিক অফিসার মার্ক কুইন এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকার ৯৮ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে আছে ৪ হাজার ২৬১ পিস তাঁব। এসব সামগ্রী কক্সবাজার প্রশাসনের মাধ্যমে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post