সঙ্গে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশি তরুণীরা। হারের ব্যবধানটা ছিল ৯-০ গোলে।

সোমবার (১১ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটির প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা কোরিয়ান মেয়েরা দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে বল পাঠিয়েছে ৫ বার। আগে থেকে ধারণা করা হচ্ছিল নিজেদের প্রথম ম্যাচে নিজেদের কোনভাবে রক্ষা করতে পারবে না বাংলাদেশি মেয়েরা। হলো ও তাই। তবে ব্যবধানটা একটু বেশিই হয়ে গেল।

আসরটিতে গ্রুপের তিন প্রতিপক্ষ উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার লক্ষ্য ৮ জাতির টুর্নামেন্টে সেরা তিনে থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পাওয়া। তা পেতে আগে নিশ্চিত করতে হবে সেমিফাইনাল। গোলও একটা ফ্যাক্টর হতে পারে বিধায় তিন পরাশক্তিই বাংলাদেশের সীমানায় ঝাঁপিয়ে পড়বে গোল বাড়িয়ে নিতে। সেটা প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ একাদশ:
রোকসানা (মাহমুদা), শিউলি, শামসুন নাহার, নার্গিস (রত্না), মাসুরা, সানজীদা, মৌসুমী (মনিকা), মারিয়া, আঁখি, স্বপ্না ও কৃষ্ণা।

Post a Comment

Previous Post Next Post