ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
অনলাইন ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে টঙ্গী স্টেশনের দক্ষিণ আউটার সিগ্যনালে ঢাকা-টঙ্গী রেললাইনে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-টঙ্গী রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ওই বৃদ্ধ একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে টিয়া রঙের পাঞ্জাবি ও নীল-সাদা রঙের লুঙ্গি রয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post