বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কর্মধায় বৃদ্ধ ঈসমাইল আলী (৬৫) হত্যা মামলায় পুলিশ নিহতের স্ত্রীসহ ২ জনকে গ্রেফতার করেছে।
থানা
সুত্রে জানা যায় কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের পিতা ঈসমাইল আলীর
সাথে পারিবারিক কলহের জের ধরে সোমবার পুত্র মোস্তাকের ঝগড়ার এক পর্যায়ে
পিতা ঈসমাইল আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশংকাজনক অবস্থায়
সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার
তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের জেষ্ট্য পুত্র আব্দুছ সোবহান বাদী হয়ে তার
মা ও কনিষ্ট দু’ভাইসহ ৪জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় হত্যা মামলা
দায়ের করলে পুলিশ রাতেই নিহতের স্ত্রী মায়ারুন (৬০) ও প্রতিবেশী মদরিছ
(৬৫)সহ দু’জনকে গ্রেফতার করে বুধবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে। তবে
মামলার অপর দু’আসামী নিহতের দু’পুত্র পলাতক রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা
এসআই সানা উল্লাহ জানান।
