বাগেরহাটে ট্রাকের ধাক্কায় পিকআপের চালক নিহত

অনলাইন ডেস্কঃ বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বালিয়াডাংগা এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

মোরেলগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উপর থাকা একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে একজনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পিকআপের চালক।

Post a Comment

Previous Post Next Post