মায়ানমারে গণহত্যার প্রতিবাদে কুলাউড়া মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মায়ানমারে রেহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তৌহিদি জনতা।

বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আওয়ামীলীগ নেতা মছদ্দর আলীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুস সালাম আশরাফ ও ছাত্রনেতা সালাউদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবীন আলেম মাওলানা আব্দুল মুক্তাদির ঢেউপাশী, হায়দরগঞ্জ বালক-বালিকা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাফর আহমদ, ফটিগুলী রহমতাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুল হানিফ, ইউপি সদস্য মকাসুদ আলী, সমাজসেবক হারিছ আলী, জুবায়ের আহমদ হেলাল, সাংবাদিক সেলিম আহমেদ, সমাজসেবক আব্দুল ছালাম, ব্যবসায়ী আহমদ মুনায়েম মান্না, মশাহিদ আলী, সৈয়দ সোলেমান মিয়া, ছাত্রনেতা সৈয়দ তাসলিম আলম সুমন প্রমুখ। মানববন্ধনে কর্মধার কয়েক গ্রামের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তরা , মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন আর গণহত্যা বন্ধের দাবী জানান। অন্যতায় সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবন্ধ হয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। এ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সহযোগীতা কামনা করেন বক্তারা। এছাড়াও বক্তারা মানবাধিকার ও শান্তিতে নোবেল বিজয়ী আং সাং সুচির নোবেল প্রাইজ প্রত্যাহারের জোর দাবী জানান।

মানববন্ধন শেষে রোহিঙ্গা মুসলমানদের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

Post a Comment

Previous Post Next Post