অনলাইন ডেস্কঃ শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত নদে তল্লাশি চালিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকরা হলেন- ফরিদ (২৬) ও শহীদ (২৫)। তাদের বাড়ি চর পক্ষীমারী ইউনিয়নের দিঘলদী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চর পক্ষীমারী ইউনিয়নের কুলুর চর বেপারীপাড়া গ্রাম থেকে কাজ শেষে কয়েকজন শ্রমিক নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিল। নৌকাটি ব্যাঙের মোড় নামক স্থানে এলে হঠাৎ ঝড়ো হাওয়ায় ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও ফরিদ ও শহীদ ডুবে যান।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত নদে তল্লাশি চালিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকরা হলেন- ফরিদ (২৬) ও শহীদ (২৫)। তাদের বাড়ি চর পক্ষীমারী ইউনিয়নের দিঘলদী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চর পক্ষীমারী ইউনিয়নের কুলুর চর বেপারীপাড়া গ্রাম থেকে কাজ শেষে কয়েকজন শ্রমিক নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিল। নৌকাটি ব্যাঙের মোড় নামক স্থানে এলে হঠাৎ ঝড়ো হাওয়ায় ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও ফরিদ ও শহীদ ডুবে যান।