গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা বিদ্যা বালানের

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা বিদ্যা বালানের
অনলাইন ডেস্কঃ সময়টা খুব একটা ভাল যাচ্ছে না অভিনেত্রী বিদ্যা বালানের। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি বেশ কয়েকদিন।
এবার এক গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। 

বান্দ্রাতে একটি বিশেষ কাজে যাচ্ছিলেন অভিনেত্রী। রাস্তার মাঝে হঠাৎই একটি গাড়ি এসে ধাক্কা মারে বিদ্যার গাড়িতে। গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী, একদম সুস্থ আছেন বিদ্যা। তার কোনওরকম আঘাত লাগেনি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে উপস্থিত কেউ আহত হননি।

আপাতত বেশ ব্যস্ত রয়েছেন বিদ্যা বালান। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘তুমহারি সুলু’। শেষ বেশ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তাই এই ছবির সাফল্য যে বিদ্যার ক্যারিয়ারের জন্য খুবই জরুরি, তা একবাক্যে স্বীকার করবেন সকলেই। 

সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেইলার। আবারও রেডিও সঞ্চালিকার চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে মুন্নাভাই সিরিজের একটি ছবিতে “গুড মর্নিং মুম্বাই” বলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post