লোগো উন্মোচনের মাধ্যমে সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরুঃ


নওয়াজিশ আহমেদ আদিবঃবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন পঞ্চম আসরে নতুন নামে প্রত্যাবর্তন ঘটছে সিলেটের। 'লাগলে বাড়ি- বাউন্ডারি' শ্লোগান নিয়ে এই প্রথমবারের মতো সিলেটি পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে 'সিলেট সুরমা সিক্সার্স'
আজ বিকেলে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট সিক্সার্সের লগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দলটির চেয়ারম্যান হিসেবে ফ্রাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রীর ছেলে সাহেদ মুহিত।
সিলেট সিক্সার্স ভালো খেলতে চায়। দলের সাথে ভালো ক্রিকেটার, ভালো কর্মকর্তা রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো খেলবে দলটি। অন্তত তিনবছর এ দলটি সিলেটের ক্রিকেট ভক্তদের আশা পূরণ করতে সামর্থ্য হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এবারই প্রথমবারের মতো সিলেটি মালিকানায় অংশগ্রহণ করছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নামও বদলে গেছে এ ফ্র্যাঞ্চাইজির। বিপিএলের শুরুর দুই আসরে সিলেট রয়্যালস এবং তৃতীয় আসরে সিলেট সুপার স্টারস নামে মাঠে নামলেও এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামেই আত্মপ্রকাশ ঘটেছে এ ফ্র্যাঞ্চাইজির।
সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার সাব্বির রহমান ও নাসির হোসেনও উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্সের যাত্রা শুরুর এর মহেন্দ্রক্ষণে।
অনুষ্ঠানে সাব্বির রহমান বলেন, ‘সবারই লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমরা সে চেষ্টাই করবো। সবার সহযেগিতা সমর্থন পেলে সিলেট সিক্সার্স অনেক এগিয়ে যাবে।’
অলরাউন্ডার নাসির হোসেন বলেন, ‘খেলায় হারজিত থাকে। আমরা মাঠে ১১ জন খেলবো, সবাই সমর্থন করবেন। আশা করি ভালো খেলেই এগিয়ে যাবো।সিলেট সিক্সার্স’র টিম ডিরেক্টর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘টিম ভালো হচ্ছে। বাকিটা মাঠে দেখা যাবে। আমরা আশাবাদী, নাসির-সাব্বিরদের কাঁধে ভর দিয়ে অনেক দূর যেতে পারবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। খেলায় ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছেন সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত। সেই লক্ষ্যে দলে ভেড়ানো হয়েছে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়দের। তিনি দলকে উজ্জীবিত করতে সিলেটবাসীর সমর্থন কামনাও করেন। তিনি বলেন, ‘আমাদের পাশে সিলেটবাসীকে থাকতে হবে। তাহলেই আমরা ভালো খেলবো।’

Post a Comment

Previous Post Next Post