তিন দিনের সফরে সিলেট এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত

নওয়াজিশ আহমেদ আদিবঃ আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিমানযোগে  আসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অর্থমন্ত্রী । তিনি তিন দিনের সফরে এসেছেন। এরপর মন্ত্রী নগরীর উপশহরে এনজিও সংস্থা ‘সীমান্তিক’-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।মন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বিকাল ৩টায় লায়ন্স চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তÍর স্থাপন অনুষ্ঠানে যোগদান ও বেলা সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণসভায় যোগদান।পরদিন রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম অনুষ্ঠানে যোগ দেবেন অর্থমন্ত্রী। ওই দিন বেলা ১১টায় অর্থমন্ত্রী সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, দুপুর ১২টায় মদনমোহন কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান, বেলা ২ টায় হাফিজ কমপ্লেক্সে সিলেট সিক্সার্স আয়োজিত মধ্যাহ্নভোজে যোগদান এবং বিকাল সাড়ে ৩টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট সিক্সার্সের সংবাদ সম্মেলনে যোগদানের কথা রয়েছে অর্থমন্ত্রীর।

Post a Comment

Previous Post Next Post