সিপিএলের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। তাঁর দল জ্যামাইকা তালাওয়াস আজ ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টারসকে। ১৭৩ রানের লক্ষ্য এক ওভার ও ৬ উইকেট বাকি থাকতেই পেরিয়ে গেছে তালাওয়াস।

মাহমুদউল্লাহ জয়ের মুহূর্তে উইকেটে ছিলেন ১ রানে অপরাজিত থেকে। চার মেরে দলকে জেতানো তালাওয়াস অধিনায়ক কুমার সাঙ্গাকারা অপরাজিত ছিলেন ৭৪ রানে।

শনিবার টসে জিতে সেন্ট লুসিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জ্যামাইকা। শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ড্যারেন স্যামিরা। ওয়াটসন মাত্র ৪৫ বলে ৮০ রান করেন, যাতে ছিলো তিন চার আর সাতটি ছক্কা। জ্যামাইকার ক্রিসমার সান্তোকি ৩৩ রানে পান ২ উইকেট।

১৭৩ রানের বড় টার্গেটে ঝড়ো শুরু দরকার ছিলো জ্যামাইকার। তৃতীয় ওভারে ২৭ রান তুলেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি।

লিন্ডন সিমন্সের পর ২১ রান করা গ্লেন ফিলিপ্সও ফিরে গেলে শঙ্কায় পড়েছিল জ্যামাইকানরা। তবে সব শঙ্কা হাওয়ায় উড়ে যায় অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যাটের দাপটে। ৪৫ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন শ্রীলঙ্কান সাবেক কাপ্তান। ৩২ বলে ৩৬ রান করে সাঙ্গাকারাকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রে ম্যাকার্থি।

শেষ দিকে ম্যাকার্থি আর রোবমেন পাওয়েল আউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামার সুযোগ পান বাংলাদেশের তারকা মাহমুদউল্লাহ। ১ বলে ১ রান করে সাঙ্গাকারার সাথেই জয়ী বেশে মাঠ ছাড়েন তিনি। এই জয়ের পর টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়মনরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

সেন্ট লুসিয়া স্টার্স: ১৭২/৮ (২০) (ওয়াটসন ৮০; সান্তকি ২/৩৩)।

জ্যামাইকা তালাওয়াস: ১৭৬/৪ (১৯) (সাঙ্গাকারা ৭৫*, মায়ার্স ১/২০)।

ফল: জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটে জয়ী।

তথ্যসূত্র: সনি সিক্স।

Post a Comment

Previous Post Next Post