অনেকদিন পর উপস্থাপনায় জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্কঃ ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠানে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। মজার ব্যাপার হচ্ছে, সেখানে তিনি নাচবেন না, উপস্থাপনা করবেন। ঈদের বিশেষ এ নৃত্যানুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে জ্যোতিকে। এটি বিটিভির জন্য নির্মিত হয়েছে। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

এ বিষয়ে জ্যোতি বলেন, ‌‘অনেকদিন পর আবারো উপস্থাপনা করলাম। বেশ ভালো লাগলো এ অনুষ্ঠান উপস্থাপনা করে। অন্যরকম একটি অভিজ্ঞতা। বিটিভির দর্শক এখনও অনেক। আশা করছি ভালো একটি সাড়াও মিলবে।’

এদিকে দীর্ঘদিন পর জ্যোতি নাটকেও অভিনয় করতে যাচ্ছেন। আজ থেকে শুরু হবে এ ঈদের নাটকের শুটিং। মাতিয়া বানু শুকুর পরিচালনায় দুটি নাটকের কাজ করবেন তিনি। এ বিষয়ে জ্যোতি বলেন, আমি ছোট পর্দায় কাজ করি না বললেই চলে। কিন্তু মাতিয়া বানু শুকুর এ নাটক দুটির গল্প ও তাতে আমার চরিত্র বেশ ভালো লেগেছে। তাই নাটক দুটিতে কাজ করছি। আমার মনে হয় দর্শকেরও ভালো লাগবে।’

জ্যোতি অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে। এটি পরিচালনা করছেন কলকাতার গুণী নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। তবে বিভিন্ন কারণে ছবিটির শুটিং পিছিয়েছে খানিক। আসছে অক্টোবরে এ ছবির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে জ্যোতিকা জ্যোতি রুপালী সোনালি নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে প্রশংশিত হয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post