সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্কঃ সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ হুরমত আলী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বাংলা একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমত আলী জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।  

জানা গেছে, বাজার থেকে দু’টি গরু কিনে বাড়িতে ফিরছিলেন হুরমত আলী। জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় দুটি গরুর একটি মারা যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালিয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post