কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি আহত

নিউজ ডেস্কঃ কুলাউড়া ডিগ্রি কলেজে প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার ২৪ আগস্ট কলেজ ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আল জেবু আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন কলেজ ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আল জেবু জানান, বেলা প্রায় ১টায় তার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এসময় মিজানও তার সহযোগিরা মিছিলে মাঝে ঢুকে উল্টাপাল্টা স্লোগান শুরু করে। তিনি ঘটনার প্রতিবাদ করেন। মিছিল শেষ হওয়ার পর তিনি কলেজের সম্মুখে অবস্থান করছিলেন। এমন সময় মিজান চাপাতি নিয়ে তার উপর হামলা চালায়। তার চিৎকারে কলেজ প্রিন্সিপালসহ অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে ঘটনার পর পাল্টা হামলার প্রস্তুতিকালে কুলাউড়া শহরের সিএনজি পাম্পের পাশের একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি দা চাপাতিসহ দেশীয়  অস্ত্র উদ্ধার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত জাকারিয়া আল জেবু আরও জানান,  মিজান ছাত্রলীগের দায়িত্বশীল কেউ নয়। ইতিপূর্বে একাধিকবার সে মারামারি করেছে। তবে হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের অনুসারী।

এব্যাপারে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ জানান, আমি ঘটনা পুরোপুরি জানিনা। যে হামলা করেছে আর যে আহত হয়েছে তারা উভয়ই ছাত্রলীগের কর্মী। ঘটনা ঘটেছে কলেজের ভেতরে। এটা কলেজ ছাত্রলীগের আভ্যন্তরীণ বিষয়।

এব্যাপারে ঘটনাস্থলে দায়িত্বপালনকারী কুলাউড়া থানার এসআই সাব্বির আহমেদ জানান, দু’পক্ষ অভিযোগ দেবে বলে মনে হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। দেশীয় অস্ত্র উল্লেখ করার মত কিছু উদ্ধার হয়নি। তবে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তা বর্তমানে শান্ত আছে। সুত্রঃ এইবেলা

Post a Comment

Previous Post Next Post