ছাত্রীনিবাস থেকে পিস্তল ও ম্যাগজিন উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্কঃ নাটোরের বাগাতীপাড়া উপজেলার দয়রামপুরের সাহারা ছাত্রীনিবাস থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তুষার আলী নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সন্ত্রাসী তুষারকে আটক করে।

আটক তুষার নাটোরের লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মহরম আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দয়রামপুর মিস্ত্রীপাড়া সাহারা ছাত্রীনিবাসে নিজের ভাড়া করা রুমে অস্ত্র ও গুলি রাখা আছে। স্বীকারোক্তি মোতাবেক তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীনিবাসের দক্ষিণ পাশের চৌকির উপরে তোষকের নিচ হতে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৭.৬৫ এমএম পিস্তলের ম্যাগজিন, তিন রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়।  

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।   সুত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post