জৈন্তাপুর শিক্ষা কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ জলিল তালুকদার ও সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাউজ্জামান কে একটি উড়ন্ত চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

গত ১৬ আগস্ট হুমকির দুটি চিঠি ডাক মারফতে প্রেরণ করা হয়েছে। এতে প্রেরকের কোন নাম ঠিকনা উল্লেখ করা হয়নি। এই ভাবে চিঠি দিয়ে হুমকির ঘটনায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে আতংক দেখা দিয়েছে।

জানা যায়, কয়েক মাস পূর্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হককেও অনুরুপ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহামুদ জানিয়েছেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আইনশৃংখলা বাহিনীকেও অবহিত করা হয়েছে। তবে নাম ঠিকানাহীন থাকায় এখনো কোন আইনী  উদ্যোগ নেয়া হয়নি।

Post a Comment

Previous Post Next Post