স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ডাচ্ বাংলা ব্যাংকের ভিতরে টাকা উত্তলনের সময় এক গ্রাহকের ৫০
হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে ডাচ বাংলা ব্যাংক শহর শাখায় এ ঘটনাটি ঘটে। আটক ঢাকা ডেমরা এলাকার মৃত আরিফ সরদার এর ছেলে মো: নাছির(৫০)।
ছিনতাইয়ের
শিকার গ্রাহক হায়দর মিয়া জানান, তার এক আত্মীয় লন্ডন থেকে ঈদ উপলক্ষে
মৌলভীবাজার জেলার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের টাকা দেয়ার জন্য ডাচ্
বাংলা ব্যাংকের মাধ্যেমে ৫০ হাজার টাকা পাঠান। টাকা উত্তলন করে একটি
ব্যাগের ভিতর টাকা নিয়ে ব্যাংকের ভিতরে বসে থাকি এ সময় আমার পাশে বসে
ছিনতাইকারী নাছির ব্যাগের এক পাশে কেটে ফেলে আমি টের পেলে সে পালিয়ে যেতে
চেষ্টা করলে আমি হাতানাতে ধরে ফেলি। পরে খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীকে আটক
করে থানায় নিয়ে আসেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, তার সাথে আরো জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
