কুলাউড়ায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বীষধর সাপের কামড়ে দীপ্তি রানী মল্লিক (৩৭) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের রনজিত মল্লিকের স্ত্রী।

জানা যায়, ২২ আগস্ট রাতে নিজ ঘরের স্টোর রুম থেকে জালানি কাঠ আনতে গেলে সেখান বীষধর সাপ তার বাহুতে ছোবল দেয়। পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাৎক্ষণিক তাকে লক্ষিপুর মিশনারিজ অব চ্যারিটিজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দীপ্তি রানী মল্লিকের স্বামী রনজিত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post