হবিগঞ্জে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক

অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সেই গৃহবধূর নাম সিত্রা রাণী রায় (২৮)।
এই ঘটনায় সেই গৃহবধূর স্বামী নির্মল রায়কে (৩০) আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার রাতে উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে। আটক নির্মল ওই গ্রামের নিরোধ রায়ের ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নির্মল ও সিত্রার মাঝে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে সিত্রাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন নির্মল। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আটক নির্মল পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। 

Post a Comment

Previous Post Next Post