স্পোর্টস ডেস্কঃ
ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগেজ রিয়াল
মাদ্রিদ থেকে দুই বছরের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।
বায়ার্নে
প্রতি মৌসুমে ৬.৫ মিলিয়ন ইউরো করে আয় করবেন রদ্রিগেজ। মাসিক হিসেবে
অ্যালিয়েঞ্জ অ্যারেনার ক্লাবটি থেকে তিনি পাবেন ৫ লাখ ৪১ হাজার ৬৭০ ইউরো
করে। এর মধ্য দিয়ে বায়ার্নে বর্তমানে সেরা আয়ের ফুটবলারদের তালিকায় জায়গা
করে নিয়েছেন কলম্বিয়ান এ স্ট্রাইকার।
এছাড়া
এক মৌসুমে ১২ গোলের বেশি করতে পারলে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার ইউরো পাবেন
তিনি। সেই সঙ্গে কমপক্ষে ২০টি গোলে অ্যাসিস্ট করতে পারলেও আরও ২ লাখ ৫০
হাজার ইউরো পাবেন তিনি।
আর্থিক পুরস্কারের সঙ্গে রদ্রিগেজকে সব ধরনের সামাজিক সুবিধা ও ট্যাক্স ফি সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বায়ার্ন।
বুন্দেসলিগায়
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে
অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে
লিগ অভিযান শুরু করেছে কার্লো আনচেলত্তির বায়ার্ন।
তথ্যসূত্র : ফুটবল লিকস।
