আলেক্স হেলসের ৯ চার ও ৯ ছক্কায়, ৯৫ রান!

স্পোর্টস ডেস্কঃ আলেক্স হেলস ইংলিশদের ওপেনার ব্যাটসম্যান। এবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ব্যাট হাতে ঝড় তুললেন।
ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে মাত্র ৩০ বলে ৯৫ রানের এক দানবীয় ইনিংস খেলেন তিনি।

যেখানে ৯টি চারের পাশাপাশি ৯টি ছক্কার মারও ছিল। তার ৯৫ রানের মধ্যে ৯০ রানই এসেছে বাউন্ডারি থেকে (৪x৯=৩৬ ও ৬x৯=৫৪)। তার স্টাইক রেট ছিল ৩১৬.৬৬।

তার এমন তাণ্ডবে ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখে নটিংহ্যামশায়ার জয় পেয়েছে ডারহামের বিপক্ষে। শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব। 

জবাবে ব্যাট করতে নেমে আলেক্স হেলস ও রিকি ওয়েসেলস শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন। বিশেষ করে আলেক্স হেলস। তার ব্যাটিং তাণ্ডবে ৭.১ ওভারেই নটিংহ্যামশায়ারের স্কোরবোর্ডে জমা হয় ১২৬ রান! দলীয় রান যখন ১২৬ তখন আলেক্স হেলসের রান ৯৫! অবশ্য সেঞ্চুরি করার আগে এই রানেই তিনি আউট হয়ে যান। 

তবে তাণ্ডব চালিয়ে ৭.১ ওভারেই দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। ফলশ্রুতিতে ম্যাচসেরার পুরস্কারও তার হাতেই উঠেছে। 

Post a Comment

Previous Post Next Post