স্পোর্টস ডেস্কঃ ''ইট ইজ নট সুইসাইড, ইট'স মার্ডার। আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানি দায়ী।
আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানি দায়ী। ''
গত
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন
ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা। তার আগে সুইসাইডাল
নোটে এমনটিই লিখেছেন তিনি।
বাবা-মা'কে
লেখা সেই নোটে নাসরিন সুলতানা আরও বলেন, আল্লাহর রহমতে দুই হাত জোর করে
তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে
আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছো, আর নিও না।
''মরার পর মাটি দিও, কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এতো অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। ''
সুইসাইডাল
নোটে নাসরিন সুলতানা আরও লেখেন, বিথী, কফিনের লকের পাসওয়ার্ড... কফিনে ও
ড্রয়ারের পার্সে (পাশে) সব ফাইল ও কাগজপত্র আছে। 'মেইক শিওর দ্যাট'
(নিশ্চিত করো) সানি'র যাতে উচিৎ শাস্তি ও বিচার হয়।
এদিকে,
নাসরিনের আত্মহত্যা চেষ্টার খবরে ছড়িয়ে পড়ার পর সানির মা নারগিস আক্তারের
সঙ্গে যোগাযোগ করেন গণমাধ্যম কর্মীরা। এসময় আত্মহত্যা চেষ্টার বিষয়টি তারা
শুনেছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত,
গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে
মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। পরে ১৯ জানুয়ারি ঢাকার
আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়। পরে নাসরিন সুলতানা নিজেকে
সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন।
সুত্রঃ বিডি-প্রতিদিন
