নিউজ ডেস্কঃ হবিগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত থেকে রোববার (২০ আগস্ট) সকাল পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানিয়ে বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন পরোয়ানাভুক্ত ও আটজন নিয়মিত মামলার আসামি।
