৩০ বছরের পর সন্তান ধারণ করলে আয়ু বৃদ্ধি পায়!

অনলাইন ডেস্কঃ ৩০ বছরের পরে যেসব নারী প্রথমবার মা হয়েছেন, তাদের আয়ু অন্যান্যদের তুলনায় বেশি হয়েছে বলে দেখা গেছে। অথচ প্রচলিত ধারণা অনুয়ায়ী, নারীরা ৩০ বছরের বেশি বয়সী হলে অন্তঃসত্ত্বা না হওয়াই শ্রেয়। কারণ এর ফলে সন্তান জন্মে সমস্যা দেখা দিতে পারে।

‘জার্নাল অফ পাবলিক হেল্‌থ’এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, পর্তুগালের কোয়েমব্রা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাদের মতে, মায়ের বয়স ৩০ বছরের উপরে হলে, ডিএনএ-র উপরে ভাল প্রভাব পড়ে।

তবে, বিজ্ঞানীরা এই মর্মে কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেননি যে, কেন বেশি বয়সে সন্তান ধারণ করলে আয়ু বৃদ্ধি পায়। সূত্র : এবেলা

Post a Comment

Previous Post Next Post