প্রবাসী সাংবাদিক নাজমুলকে সংবর্ধনা প্রদান

আমিন জাহানঃ ইতালী প্রবাসী সাংবাদিক নাজমুল হোসেনকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকা।

২৬ আগস্ট সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পত্রিকার সম্পাদক মন্ডলির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু।

এসময় বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি ইতালী প্রবাসী সাংবাদিক নাজমুল হোসেন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি সহিদুল ইসলাম তনয়, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহীন আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, ব্যবসায়ী সামছুল ইসলাম সমছু, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, সীমান্তের ডাকের ভাটেরা প্রতিনিধি শাকিল সিদ্দিকী খালেদ, ডেইলি বিডি মেইলের স্টাফ রিপোর্টার তায়েফ ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্বারক ফুল তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post