নিউজ ডেস্কঃ দেশজুড়ে বন্যায় সরকারি হিসাবে এ পর্যন্ত ৯৩ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭টি জেলার ৫৮ লাখ মানুষ।
শনিবার
(১৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়। এতে সভাপতিত্ব করেন ত্রাণ সচিব শাহ
কামাল। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।
এ
সময় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক কাজী শামছুদ্দীন আহমেদ জানান, আগামী ১০
দিন বৃষ্টিপাতের ধারা কম থাকবে। এতে বন্যা কমে আসবে। তবে এর পরে ফের
অতিবৃষ্টি হতে পারে। তাতে আবারো একইরকম বন্যার শঙ্কা রয়েছে।
সভায়
সিদ্ধান্তের ব্যাপারে সাংবাদিকদের জানানো হয়, বন্যার পানি নামতে শুরু করার
সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান,
এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
যে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোর মেরামত-সংস্কারের কাজ শুরু হবে।
সভায়
জানানো হয়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বন্যা আক্রান্ত যে সমস্ত
জেলা থেকে পানি নেমে যাচ্ছে সে সব জেলায় পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।
একইসঙ্গে ওইসব জেলার কৃষি, অবকাঠামো মেরামত ও সংস্কার কার্যক্রম শুরু হবে।
সভায় আরও বলা হয়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম জেলা-উপজেলা হয়ে ইউপি পর্যায় পর্যন্ত প্রসারিত করা হবে।
এনজিওগুলোকে ঋণের টাকা আদায় স্থগিত করার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।
