বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পূর্বদর্গা বাজারস্থ মনতলা রেস্টুরেন্টে
চুরির ঘটনায় জড়িত সন্দেহে রফিক উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে
পুলিশে দিয়েছে জনতা। আটককৃত রফিক উদ্দিন উপজেলার মুড়িরগুল গ্রামের মৃত ময়না
মিয়ার ছেলে।
রবিবার (২০ আগস্ট) বিকেলে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। গত শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে রেস্টুরেন্টে এ চুরির ঘটনা ঘটে।
রফিক
উদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে রেস্টুরেন্ট থেকে চুরির টেলিভিশন উদ্ধার
করে পুলিশ। পরে চুরির ঘটনায় রেস্টুরেন্ট মালিক আলী হোসেন বাদী হয়ে ৩ জনের
নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সোমবার (২১ আগস্ট) পুলিশ গ্রেপ্তারকৃত
রফিক উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ওই
রেস্টুরেন্টের মালিক আলী হোসেন রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে যান। পরদিন
শনিবার (১৯ আগস্ট) সকালে রেস্টুরেন্টে খুলতে গিয়ে দেখেন জানালা ভাঙা।
রেস্টুরেন্টের দরজা খোলে ভেতরে প্রবেশ করে টেলিভিশন, ক্যাশবাক্স ভেঙে টাকা
চুরিসহ অন্যান্য জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। বিষয়টি তিনি
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের জানান।
এ
ঘটনায় স্থানীয়রা এলাকার চিহ্নিত চোরদের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানতে
পারেন রফিক উদ্দিনগংরা রেস্টুরেন্ট চুরির সাথে জড়িত। পরে এলাকাবাসী রফিক
উদ্দিনকে আটক করে পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিনের কার্যালয়ে নিয়ে যান।
সেখানে রফিক চুরির ঘটনার কথা স্বীকারসহ জড়িত অন্যদের নামও বলে। এরপর রফিক
উদ্দিনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের কাছে রফিক উদ্দিনের
দেয়া স্বীকারোক্তি মতে পৌরসভার বালিচর মহল্লার বাসিন্দা খয়রুল ইসলামের
বসতঘর থেকে রেস্টুরেন্ট থেকে চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করা হয়।
বড়লেখা
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর রেস্টেুরেন্টে চুরির সত্যতা
নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক বাদি হয়ে থানায় মামলা
করেছেন। চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। রেস্টুরেন্ট থেকে চুরি যাওয়া একটি
টেলিভিশন উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় সাথে জড়িত অন্য চোরদের ধরতে অভিযান
চলছে।’
