কুলাউড়ায় ডাঃ হেমন্ত চন্দ্র পাল ও ফয়েজ আহমদ তপনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া ও জাতীয় অনলাইন ডেইলি বিডিমেইল এর অন্যতম  দুই পরিচালক ডাঃ হেমন্ত চন্দ্র পালের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া সফর  এবং ফ্রান্স থেকে ফয়েজ আহমদ তপনের দেশে আগমন উপলক্ষে ২ আগস্ট বুধবার অনলাইন পোর্টালের নিজস্ব অফিসে সংবর্ধনা প্রদান করা হয়।
ডেইলি বিডিমেইল ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় কুলাউড়া পরিবারের অন্যতম শুভাকাক্ষীজন সারোয়ার আলম বেলাল, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক ও প্রিয় কুলাউড়ার শুভাকাঙ্ক্ষী  শহীদুল ইসলাম তনয়, ডেইলি বিডিমেইলের সহ সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক নাজমুল বারী সোহেল,  প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক  কামরুল ইসলাম, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডিমেইল পরিবারের সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, খায়রুল কবির জাফর, আহমেদ সামছুল, আসিকুল ইসলাম বাবু, আমিন জাহান ও শাহান রহমান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post