অনলাইন ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৪টি স্বর্ণের বার, ৪২২ কার্টন সিগারেট ও ১৮টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ ঘটনায় ৬ যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুয়ালালামপুর থেকে আসা দুই যাত্রীর প্যান্টে লুকায়িত ৪টি স্বর্ণবার ও ৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এর আগে সকালে পৃথক অভিযানে শুল্ক গোয়েন্দা ৪ যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৭২ কার্টন সিগারেট ও ১৮টি মোবাইল জব্দ করে।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর প্যান্টের ভেতরে লুকায়িত ৪টি স্বর্ণের বার ও ৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। দুই যাত্রী হলেন- শরীয়তপুরের জাজিরার বাসিন্দা মোহাম্মদ সিরাজ মাতবর (৫০) ও একই এলাকার মোসাম্মত চান বানু (৪০)।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ লক্ষ ও সিগারেটেরর মূল্য ৪ লক্ষ টাকা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, বরিশালের মো. জসিম, ভোলার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জের রিপন ও মাজহারুল ইসলামের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৭২ কার্টন সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। মালয়েশিয়া থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিএস৩১৪ ফ্লাইটে শাহজালালে সকাল ৭টায় অবতরণ করেন।
জব্দকৃত সিগারেটের ২৭৭টি কার্টন ইন্দোনেশিয়ার ব্লাকব্র্যান্ডের এবং ৯৫টি কার্টনে ইন্দোনেশিয়ার গুদাং গরম ব্র্যান্ডের এবং এম আই ব্র্যান্ডের ১৮টি মোবাইল ফোন রয়েছে। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে। আটক এসব পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।
