মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনব পস্থায় মাদক নিয়ে যাওয়ার অভিযোগে কানু দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে দিকে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে আটক করা হয়। কানু দাস ভূনবীর ইউনিয়নের ভীমসী এলাকার মৃত নরেশ দাশ এর ছেলে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্ক এস আই হাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সকালে গোপন সংবাদের ভিক্তিতে ভূনবীর ইউনিয়নের ভীমসী গ্রামীনফোন টাওয়ার সংলগ্ন রাস্তা হইতে তাকে আটক করা হয়। পুলিশ এসময় তার কাছ থেকে ২৬ লিটার চোরাই মদ উদ্ধার করে। পুলিশ জনান, অভিনব পস্থায় (গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনয় করে) সে ওই পরিমান চোরাই মদ পাচার করছিল।
মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনব পস্থায় মাদক নিয়ে যাওয়ার অভিযোগে কানু দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে দিকে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে আটক করা হয়। কানু দাস ভূনবীর ইউনিয়নের ভীমসী এলাকার মৃত নরেশ দাশ এর ছেলে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্ক এস আই হাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সকালে গোপন সংবাদের ভিক্তিতে ভূনবীর ইউনিয়নের ভীমসী গ্রামীনফোন টাওয়ার সংলগ্ন রাস্তা হইতে তাকে আটক করা হয়। পুলিশ এসময় তার কাছ থেকে ২৬ লিটার চোরাই মদ উদ্ধার করে। পুলিশ জনান, অভিনব পস্থায় (গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনয় করে) সে ওই পরিমান চোরাই মদ পাচার করছিল।
