অনলাইন ডেস্কঃ
'আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল
জনপ্রিয় নায়ক সালমান শাহ এবং তা করিয়েছিলেন তারই স্ত্রী সামিরা হকের
পরিবার' রাবেয়া সুলতানা রুবি নামে এক নারী এই দাবি তোলার পর ফেসবুকে
স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়কের মা নীলা চৌধুরী।
স্ট্যাটাসে তিনি ২২ বছর পর এই চিত্রনায়কের ‘বিউটিশিয়ান’ রুবির এই দাবিকে গুরুত্বের সাথে দেখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে দেশের সব টিভি চ্যানেলগুলোকে ওই 'স্বীকারোক্তি' প্রচারের অনুরোধ করেছেন নীলা চৌধুরী।
সালমান
শাহ'র মা নিজের ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য
করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা
হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি
রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন। ’
সোমবার
রাবেয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি
ভিডিও প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়।
অনলাইনে
ভাইরাল হয়ে ওঠা ওই ভিডিও বার্তায় রাবেয়া সুলতানা রুবি দাবি করেছেন,
'সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার চীনা স্বামী।
চীনাদের দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহ'র স্ত্রী
সামিরার পরিবারও।
ভিডিওতে
সালমান শাহ'র মা নীলা চৌধুরীকে উদ্দেশ করে রাবেয়া সুলতানা রুবি বলেন, ‘এই
খুনের বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক, আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা
করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব। ’
রুবি
অারও বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহকে খুন করা হইছে,
আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরার ফ্যামিলি করাইছে আমার
হাজব্যান্ডকে দিয়ে। আর সব ছিল চাইনিজ মানুষ। ’ রুবি জানান, স্বামীর নাম
চ্যাংলিং চ্যাং, যিনি বাংলাদেশে জন চ্যাং নামে পরিচিত ছিলেন। ধানমন্ডি ২৭
নম্বর সড়কে সাংহাই রেস্টুরেন্ট নামে তার একটি চাইনিজ রেস্তোরাঁ ছিল।
চিত্রনায়ক সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে যে অ্যাপার্টমেন্টে থাকতেন,
সেখানেই একটি ফ্ল্যাটে রুবি থাকতেন বলে পুলিশ জানিয়েছে। লাশ উদ্ধারের সময়
তার উপস্থিত থাকার তথ্যও রয়েছে। রুবি দাবি করেন, হত্যাকাণ্ড ঘটানোর পর তার
ভাই রুমিকেও খুন করা হয়েছে। ‘ইমনরে (সালমান শাহর প্রকৃত নাম) সামিরা, আমার
হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। ইমনরে আমার ভাই
রুমিরে দিয়ে খুন করানো হইছে। রুমিরেও খুন করানো হইছে। আমি জানি না, আমার
ভাইয়ের কবর কোথায় আছে। রুমির লাশ যদি কবর থেকে তুলে পোস্টমর্টেম করে, তাহলে
দেখা যাবে রুমিরে গলা টিপে মেরে ফেলা হইছে। ’
এই ভিডিওটি নজরে আসে লন্ডনে অবস্থানরত সালমান শাহ'র মা নীলা চৌধুরীর। তিনি তার ছোট ছেলে শাহরানের কাছে আছেন।
ফেসবুক
স্ট্যাটাসে সালমান শাহ'র মা শঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রিয়জন, খেয়াল
রাখবেন এই নিউজের পর অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। শান্তভাবে
কাজ করবে। '
সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে দিকেও নজর দিতে অনুরোধ জানান নীলা চৌধুরী।
রুবির
ভিডিও বার্তাটি দেখে তার উদ্দেশে নীলা চৌধুরী ফেসবুকে লেখেন, ‘রুবি তুমি
এতো কথা বলতে পারছো তাহলে এফবিআই বা আমেরিকার পুলিশকে জানাতে পারছো না কেন?
তারা যাতে তোমাকে নিরাপদে রাখে। তোমার ফোন নাম্বার দাও। ’
