চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ চীনের হেনান প্রদেশের কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) সাবেক সিনিয়র কর্মকর্তা উ তিয়ানজুনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘুষ নেয়ার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।
খবর সিনহুয়ার।

এছাড়া আদালত উ’র দেড় লাখ মার্কিন ডলারের ব্যক্তিগত সম্পদ জব্দেরও নির্দেশ দিয়েছে। তার জব্দ করা এসব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি আদালত শুক্রবার এ রায় দেন।

সিপিসি’র হেনান প্রদেশের স্ট্যান্ডিং কমিটির সাবেক সদস্য উ অন্যদের ব্যবসায়িক সুবিধা দিতে তার অবস্থানকে কাজে লাগিয়ে ১৬ লাখ মার্কিন ডলার ঘুষ নেন। ২০০৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে তিনি ব্যক্তিগত বা অন্য লোকজনের মাধ্যমে এসব ঘুষ নেন।

রায়ে বলা হয়, উ তার অপরাধ স্বীকার করেন এবং অবৈধভাবে অর্জিত তার সম্পদ স্বেচ্ছায় ফেরত দেয়ার কথা বলেন।
উ আদালতের রায় মেনে নিয়ে বলেছেন তিনি আপিল করবেন না। 

Post a Comment

Previous Post Next Post