মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৭০ লাখ


মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজার সদরের আমতৈল ইউনিয়নের খুশালপুরের এক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার রাত ১২ টায় গ্রামের ২ নং ওয়ার্ডের ইমানী মার্কেটের মামনি ভেরাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাবাসী রাত ১২ টার দিকে মৌলভীবাজার সদরের আমতৈল ইউনিয়নের খুশালপুর গ্রামের ইমানী মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত ১ টায় মৌলভীবাজার ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ২ নং ওয়ার্ডের মেম্বার মো: ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার ফলে অবশেষে আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে অগ্নিকাণ্ডে দোকানের আনুমানিক প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post