কুলাউড়া গামী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক



নওয়াজিশ আহমদ আদিবঃসিলেটের ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের মোগলবাজার থানাধীন পূণ্যখলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিাহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল আহমদ (২৫) ফরিদপুর জেলার আলমডাঙ্গার নানু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাগামী একটি যাত্রীবাহী বাস ফেঞ্চুগঞ্জের পূণ্যখলা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে বাসটি পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এ্মএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোঘলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) খায়রুল ফজল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post