স্পোর্টস ডেস্কঃ
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ, কিন্তু এই দলে জায়গা হয়নি
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এই দুঃখের সংবাদের একদিন পার না
হতেই দারুণ খুশির সংবাদ পেলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত এই
টাইগার। এখন কেবল বিসিবির ‘হ্যাঁ’ বলার অপেক্ষা। আজ ছাড়পত্র হাতে পেলে
মঙ্গলবারই দেশ ছাড়ার কথা রয়েছে মাহমুদউল্লাহর।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসে সাকিব আল হাসানের জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর
আগে পাকিস্তান সুপার লিগে খেললেও সিপিএলে এইবারই প্রথম অংশ নিবেন
মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টের স্কোয়াডে না থাকা এই
ডানহাতি অলরাউন্ডার জ্যামাইকা তালাওয়াসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।
জ্যামাইকা
তালাওয়াসে এর আগে টানা দুই মৌসুমে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও
চলতি মৌসুমের সবকয়টি ম্যাচ না খেলে গত সোমবার দেশে ফিরেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে শুক্রবারে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন রিয়াদ। খেলবেন সিপিএলের বাকী অংশেও।
মাহমুদউল্লাহ
রিয়াদ বলেন, “এই সুযোগটা আমার জন্যে অনেক বড়। যারা আমাকে এই সুযোগটা করে
দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যদি সুযোগ পাই তাহলে আমার সর্বোচ্চ ভালো
খেলার চেষ্টা করবো। এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। আশা করছি
আমি আমার দলের লক্ষ্য পূরণ করতে পারবো।”
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ বাংলাদেশী হিসেবে সিপিএল খেলার সুযোগ পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তথ্যসূত্র : স্পোর্টসজোন
