অনলাইন ডেস্কঃ
পরাশক্তিদের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র
ও চীনকে সঙ্গে নিয়ে দেশটির ওপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের
সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
নতুন
নিষেধাজ্ঞা কার্যকর হলে কয়লা, লোহা, সিসা ও সামুদ্রিক খাবার রফতানি করতে
পারবে না উত্তর কোরিয়া। এর ফলে বার্ষিক ১০০ কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত
হবে পিয়ংইয়ং।
উত্তর
কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে একটি খসড়া রেজল্যুশন তৈরি করেছে
যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনকেও সঙ্গে নিয়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের
ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিরুদ্ধে শাস্তিমূলক কর্মসূচি গ্রহণে দেশটির
প্রধান বাণিজ্যিক সহযোগী চীনের সম্মতি আদায়ে দীর্ঘ সময় আলোচনা করেছে
যুক্তরাষ্ট্র।
অবশেষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে এর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে মত দিয়েছে চীন।
যুক্তরাষ্ট্রের
খসড়া রেজল্যুশনের একটি কপি এএফপির হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা গেছে,
উত্তর কোরিয়ার কয়লা, লোহা, সিসা ও সামুদ্রিক খাবার রফতানিতে নিষেধাজ্ঞা
আরোপের আহ্বান জানানো হয়েছে। এ পণ্যগুলো উত্তর কোরিয়ার রফতানি খাতের
এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। যেখান থেকে দেশটির বার্ষিক ৩০০ কোটি ডলার
রফতানি আয় আসে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন,
যুক্তরাষ্ট্রের তৈরি এ খসড়া প্রস্তাবে চীনের পাশাপাশি রাশিয়াও মত দিয়েছে।
