স্টাফ রিপোর্টারঃ ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল আওয়ামীলীগ নেতাদের রুহের মাগফিরাত কামনায় গরীব অসহায় বন্যার্ত ৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক ও দৈনিক উত্তরপূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
২২ আগস্ট মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর এলাকায় নগদ টাকা হত দরিদ্র বন্যার্তদের মধ্যে বিতরন করেন।
এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল।
সাংবাদিক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় স্থানীয় মুরুব্বী আব্দুল কাদির মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী জসিম ভূইয়া, বরমচাল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল শুকুর, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, বরমচাল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক খছরুজ্জামান,
বরমচাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন উদ্দিন ও সাংবাদিক মঈনুর রহমান সাহান প্রমুখ।
