শাহাদাৎ হোসেনের সেই হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে হ্যাটট্রিক এখন কোনো ব্যাপারই নয়। কিন্তু এক দশক আগেও ব্যাপারটা ছিল স্বপ্নের মতো। ফাস্ট বোলার শাহাদাৎ হোসেনই প্রথমবার সেই কীর্তি গড়েন। জিম্বাবুয়ের হারারেতে আজ থেকে ১১ বছর আগে শাহাদাৎ হোসেন স্মরণীয় রেকর্ডটি করেছিলেন।  

৩৯তম ওভারের তৃতীয় বলে মুফাবিসিকে উইকেটের পেছনে খালেদ মাসুদের ক্যাচ বানিয়ে। পরের বলটা ইয়র্কার দিয়ে এলটন চিগুম্বুরাকে এলবিডাব্লিউ করেন শাহাদাত। পঞ্চম বলে প্রসপার উতসেয়া উইকেটের পেছনে খালেদ মাসুদকে ক্যাচ দিয়ে ফিরেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম ওডিআই হ্যাটট্রিক। শাহাদাৎ একাই জিম্বাবুয়ের পুরো লোয়ার অর্ডারে ধস নামান। শেষ বলে ম্যাচে হেরে গেলেও এখনো এটি বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

Post a Comment

Previous Post Next Post