শিকাগোর হোটেলে ভূতের খপ্পরে ভারতীয় বিমানসেবিকারা!

অনলাইন ডেস্কঃ বিলাসবহুল হোটেলে মানেই অনেকখানি শান্তি। ক্লান্তি ঝেড়ে ফেলে তরতাজা হওয়ার জায়গা। কিন্তু সেখানেই যদি পড়তে হয় গা ছমছমে পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাহলে বিলাসবহুল হোটেলও দুঃস্বপ্নের স্থান হয়ে ওঠে। সম্প্রতি শিকাগোর এক হোটেলে এমনই অভিজ্ঞতা হল এয়ার ইন্ডিয়ার কয়েকজন বিমানকর্মীর।
শিকাগোর একটি বিশেষ হোটেলই এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। সেইমতো সেখানেই ওঠেন তারা। কিন্তু নির্ধারিত ঘরে পা রাখা মাত্র নানারকম অস্বাভাবিক অভিজ্ঞতা হতে থাকে তাদের। সকলেই ভয় পেয়ে যান। আধিভৌতিক ঘটনার শিকার হন কমবেশি সকলেই। শেষমেশ ভাগভাগি করে একটা ঘরে অনেকজন মিলে রাত কাটান। সাহস করে কেউই একা ঘরে থাকতে পারেননি।
পুরো ঘটনায় বিরক্ত বিমানসেবিকারা কর্তৃপক্ষর কাছে অভিযোগও দায়ের করেছেন। তারা জানান, অনলাইনে এই হোটেলে ভৌতিক কার্যকলাপ সম্পর্কে অনেকেই অভিযোগ করেছিলেন। তারপরও এই হোটেলই কেন তাদের জন্য বরাদ্দ করা হল, সে প্রশ্নও তুলেছেন তারা।

এদিকে পুরো বিষয় নিয়ে এয়ার ইন্ডায়ার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post