পর্নোগ্রাফির জন্য মডেলকে সুটকেসে ভরে বিক্রির চেষ্টা

অনলাইন ডেস্কঃ এসেছিলেন ফ্রেমবন্দি হতে। উদ্ধার হলেন বাক্সবন্দি অবস্থায়। মডেল হতে আসা এক তরুণী একটুর জন্য রক্ষা পেলেন 'পণ্য' হওয়া থেকে। সম্প্রতি বাক্সবন্দি অবস্থায় ওই তরুণীকে তুরিন থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে লুকাস পাওয়েল হারবা নামে এক ফটোগ্রাফারকে।

পুলিশ জানিয়েছে, পর্নোগ্রাফি সাইটে চড়া দামে ওই তরুণীকে বেচে দেওয়ার ফন্দি করেছিলেন লুকাস। মডেল হওয়ার জন্য গত মাসের ১০ তারিখ ব্রিটেন থেকে ইতালির মিলানে এসে পৌঁছন ওই তরুণী। পরদিনই তার ফটোশুটের কথা ছিল। ফটোগ্রাফার লুকাস ফটোশুটের জন্য ওই মডেলকে মিলানে নিজের অ্যাপার্টমেন্ট-এ আসতে বলেছিলেন। ১১ জুলাই লুকাসের ঘরের ভিতরে ঢুকতেই বিষয়টি উল্টে যায়। ঘরে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই দুইজন যুবক তার উপর ঝাপিয়ে পড়ে।

তাকে জোর করে ড্রাগ খাওয়ানো হয়। মুখ, হাত-পা বেঁধে একটি বড় সুটকেসের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে সুটকেসটি গাড়িতে চাপিয়ে তুরিনের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ওই কোনও খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করে ওই তরুণীর পরিবার।  

মিলান পুলিশের এক কর্মকর্তা লরেঞ্জো বুকোসি জানান, অনলাইন সাইটে তাকে বিক্রি করার পরিকল্পনা ছিল হারবাদের। সেটা জেনে ওই তরুণীর এজেন্টকেই পুলিশ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলে। সম্প্রতি ওই মডেলের এজেন্টের কাছে ৩ লাখ ডলার চেয়ে একটি ফোন যায়। তারপরই ফোন ট্র্যাক করে মডেলের হদিস পায় পুলিশ। গ্রেফতার করা হয় হারবাকে। আরও অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ। 

Post a Comment

Previous Post Next Post