অপহরণের পর ৭ আফগানিকে হত্যা

অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফগানিস্তানের একটি গ্রাম থেকে ৭০ জনকে অপহরণ করে তাদের মধ্যে অন্তত সাত জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার কান্দাহার-তারিনকোট মহাসড়ক থেকে তাদের অপহরণ করা হয়।  

এ ব্যাপারে শনিবার রাতে কান্দাহার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক আরো জানিয়েছেন, প্রায় ৩০ জন গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে এখনো আরো ৩০জন নিখোঁজ রয়েছেন।  

এই ঘটনার জন্য তালেবান বিদ্রোহীদের অভিযুক্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গ্রামবাসীদের এভাবে অপহরণ করা নিয়ে আন্তর্জাতিক বিশ্বে উঠেছে নানা ধরনের প্রশ্ন। ধারণা করা হচ্ছে, কিছু কিছু জায়গায় ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে তালেবান এবং অন্যান্য সশস্ত্র সন্ত্রাসবাদীরা।  সূত্র: এএফপি

Post a Comment

Previous Post Next Post